কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক-ফুলবাড়িয়া সড়কের বড়বাইদ নামক স্থান থেকে ডিম বোঝাই একটি পিক-আপ (ঢাকা মেট্্েরা-ন-১৬-৪৬৭৭)শনিবার ভোররাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের ধারোলো অস্ত্রের আঘাতে গাড়ীর ড্রাইভারসহ ৪জন আহত হয়েছে।আহতরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ থানার ধোলাপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মোঃ মজিবুল ইসলাম(৩৫),একই জেলার বদরগঞ্জ থানার মুগগাছ গ্রামের আছরাব আলীর ছেলে মোঃ রুমেদ আলী(২৫),সিরাজগঞ্জ জেলার উলÍাপাড়া থানার শাজাহানপুর গ্রামের মৃত আব্দুল কাদের আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল(৩০)ও নিলফামারী জেলার সৈয়দপুর থানার কামারপুকুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ মোক্তার হোসেন(২৫)।পিকআপ ড্রাইভার মজিবুল ইসলাম জানায় টাঙ্গাইল জেলার সফিপুর থানার সাগরদিঘী বাস ষ্ট্যান্ড এলাকা থেকে হেলাল এন্টারপ্রাইজ থেকে ৫৫১৪৫টি ডিম বোঝাই করে নারায়নগঞ্জ যাওয়ার পথে সিড ষ্টোর এলাকার রানার মোড় নামক স্থানে পৌছলে একদল ছিনতাইকারী ডিমবোঝাই গাড়ির গতিরোধ করে। এসময় পিকআপের ড্রাইভারসহ গাড়ীতে থাকা ৪জনকে কুপিয়ে আহত করে হাত পা,মুখ বেধে একটি ট্্রাকে উঠিয়ে নিয়ে ফুলবাড়িয়া-মৌচাক দিয়ে যাওয়ার পথে ওই সড়কের বড়বাইদ নাম স্থানে আহতদের ফেলে রেখে ডিম বোঝাই গাড়ি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এব্যপারে মৌচাক পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর (ইনচার্জ) সাইফুল ইসলাম জানায় বিষয়টি সকাল ১০টা পর্যন্ত তাদের জানানো হয়নি তবে গাড়ির মালিক আমাদের জানালে আমাদেও পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পিকআপের মালিক মোঃ সোহেল রানা জানায় গাড়ি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরকরা হবে।