কাশিমপুর কারাগার-২ এর কারাধ্যক্ষ নাসির আহমেদ জানান, বৃহস্পতিবার নাশকতার চার মামলায় শামসুজ্জামান দুদুকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ওই জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছলে অন্য কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা না থাকায় দুপুরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
জানুয়ারিতে হরতাল-অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে দুদুর বিরুদ্ধে পল্টন থানায় চারটি মামলা করা হয়। এসব মামলায় তিনি কারাগারে ছিলেন।
৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ নাশকতার সাত মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে অন্তর্র্ব্তী জামিন দেন। পরে সরকার পক্ষ জামিনের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে আপিল করে।