শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালীগঞ্জে সংক্ষ্যালঘুর বাড়ীতে ডাকাতি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সংক্ষ্যালঘু বাড়ীতে দূর্ধুষ ডাকাতি ভাংচুর ও স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটপাট ও দুই জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের কলুন গ্রামে সংখ্যালঘু পেট্্িরক পেরেরার বাড়ীতে বুধবার রাতে ৭/৮ জনের একটি ডাকাত দল ঘরের ছাদের দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পেট্্িরক পেরেরার স্ত্রী কানন পেরেরার মাথায পিস্তল  ঠেকিয়ে জিম্মি করে তাদের মারধর করে । পেট্্িরক পেরেরা ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে  এক ভরি স্বণের  চেইন ও নগদ ১ লাখ দশ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় প্রতিবেশী ডাকাত সরদার ধ্রুভ পেরেরা । পরে বৃহস্পতিবার ভোরে  প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করে।  কালীগঞ্জ থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করার অভিযোগ উঠেছে। তবে বৃহস্পতিবার দুপুরে এস আই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে পেরেরার ছেলে জিবেস মার্টিন পেরেরার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।