শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

যশোর বোর্ডে ভয়াবহ বিপর্যয় ঃ পাসের হার ৪৬.৪৫ %, ইংরেজীই কাল

মনির শিকদার : এবছর যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ১৪ হাজার ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ
হয়েছেন ৫৩ হাজার ৮৭ জন।
পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ, যা গতবছরের চেয়ে কম। গতবছর এই বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৫৮।
পাসের মতো সব বোর্ডের মতো এই বোর্ডেও এবার জিপিএ-৫ কমেছে।
এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯২৭ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিলেন চার হাজার ২৩১জন।
ইংরেজি বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় বোর্ডে এবার ফল খারাপ হয়েছে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, ইংরেজি প্রশ্ন এবার কঠিন হয়েছিল।
‘বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। যে কারণে পাসের হার অনেক কমে গেছে।
এবার এই বোর্ডে ১৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি বলে জানান তিনি।