স্থানীয় ও ভূক্তভূগী পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার অন্যান্য লোকের মত মৃত হোসন আলীর ছেলে শাহীন আলম দীর্ঘ্য দিন ধরে বন বিভাগের জমির উপর বসবাস করে আসছে। প্রায় তিন বছর আগে বাড়ীর পাশে পতিত পরে থাকা জমিতে আম ও কাঠালের চারা রোপন করে। চারা রোপন করার জন্য বিট কর্মকর্তার মামলার হুমকীতে তাকে দিতে হয় মোটা অংকের উৎকোচ। পরে সপ্তাহ খানেক আগে বিট কর্মকর্তা আবারো ১ লক্ষ টাকা চাদা দাবি করে। দাবীকৃত টাকা দিতে রাজি না হওয়ায় ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার কাচীঘাটা রেঞ্জ অফিসের আওতাধীন জাথালিয়া বিট কর্মকর্তা দ্বিলিপ কোমার সাহা তার বিট অফিসের লোকজন নিয়ে প্রায় ২’শ টি আম ও কাঠাল গাছ কর্তন করে ও ভেঙ্গে দেয়।
এব্যপারে বিট কর্মকর্তা দ্বিলিপ কুমার সাহা বলেন, আমি ওই দিন সকালে দখলকৃত জমি উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা কোন গাছ কাটিনি ও ভাঙ্গিনি।