শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই নাজমুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানে উপজেলার বাহাদুরসাদী বাশাইর গ্রামের অধণ্য দাসের ছেলে সঞ্জিত দাস, মোক্তাপুর ধনপুর গ্রামের আলী আহাম্মেদ খাঁনের ছেলে নাঈম খাঁন,এবং কালীগঞ্জ পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের ওসমান গনির ছেলে রিয়াদকে  মাদকসহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ৭(ক) ধারা মোতাবেক সঞ্জিত ও নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ২২ (ঘ) ধারা মোতাবেক রিয়াদকে ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করে আলাদাভাবে পরিচালিত দু’টি ভ্রাম্যমান আদালত।