শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

টঙ্গীতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর মিলগেট এলাকায় বুধবার রাতে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়রী (নং-২৩০) দায়ের করা হয়েছে।
জানা যায়, মিলগেট এলাকার আজাদ ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যানেজার কামরুলের কাছ থেকে মো. ফিরোজ ব্যবসার কথা বলে ১লাখ টাকা ধার নেয়। পরে পাওনা টাকা চাইলে তিনি তা দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাওনা টাকার জন্য গেলে ফিরোজসহ একদল সন্ত্রাসী ব্যবসায়ী আজাদ হোসেনকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এঘটনায় ওই দিন রাত সাড়ে ৯টার দিকে আজাদ টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এব্যাপারে অভিযুক্ত ফিরোজের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।