শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

শ্রীপুরে বস্তা চাপা পড়ে শ্রমিক নিহত

মনির শিকদার : গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার ভিয়েলা টেক্সটাইল মিলে সূতার বেল পড়ে সাইফুল ইসলাম (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের আব্দুল মোতালেবের পুত্র। বৃহস্পতিবার দুপুর ১২টায় কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।
শ্রীপুর মডেল থানা সূত্র জানায়  নিহত শ্রমিক ওই কারখানার ক্লিনিং পদে কর্মরত ছিল। ঘটনার সময় সাইফুল ইসলাম কারখানার গোডাউনে ঝাড়– দিচ্ছিল। এসময় সারিবদ্ধভাবে রাখা সূতার বেল হঠাৎ করে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।