শ্রীপুর মডেল থানা সূত্র জানায় নিহত শ্রমিক ওই কারখানার ক্লিনিং পদে কর্মরত ছিল। ঘটনার সময় সাইফুল ইসলাম কারখানার গোডাউনে ঝাড়– দিচ্ছিল। এসময় সারিবদ্ধভাবে রাখা সূতার বেল হঠাৎ করে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
শিরোনাম
শ্রীপুরে বস্তা চাপা পড়ে শ্রমিক নিহত
- on 12:15:00 AM
মনির শিকদার : গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার ভিয়েলা টেক্সটাইল মিলে সূতার বেল পড়ে সাইফুল ইসলাম (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের আব্দুল মোতালেবের পুত্র। বৃহস্পতিবার দুপুর ১২টায় কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।
শ্রীপুর মডেল থানা সূত্র জানায় নিহত শ্রমিক ওই কারখানার ক্লিনিং পদে কর্মরত ছিল। ঘটনার সময় সাইফুল ইসলাম কারখানার গোডাউনে ঝাড়– দিচ্ছিল। এসময় সারিবদ্ধভাবে রাখা সূতার বেল হঠাৎ করে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
শ্রীপুর মডেল থানা সূত্র জানায় নিহত শ্রমিক ওই কারখানার ক্লিনিং পদে কর্মরত ছিল। ঘটনার সময় সাইফুল ইসলাম কারখানার গোডাউনে ঝাড়– দিচ্ছিল। এসময় সারিবদ্ধভাবে রাখা সূতার বেল হঠাৎ করে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।