মোঃ কামাল হোসেন বাবুল : ৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত্রে গাজীপুর সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ডের ভারারুল গ্রামের চান্দের বাজার এলাকার মো: আলী মিয়ার ছেলে মো: পারভেজ (১৮) বাড়ির পাশে আম গাছে গলায় রশি দিয়ে আত্যহত্যা করে। ঘটনা সুত্রে জানা যায় যে,পারভেজ জয়দেবপুর বাজারের বিভিন্ন দোকােন কর্মচারী হিসাবে কাজ করত। মঙ্গলবার রাত্রে একটি আটো ড্রাইভারকে ভয়-ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা পয়সা লুট করে নেয়। এ সময় ড্রাইভার পারভেজকে চিনে ফেলে। তারপর ড্রাইভার তার বিরুদ্ধে তার মা-বাবার কাছে ও এলাকার গুনিজনের কাছে নালিশ করে। বৃহস্পতিবার সারা রাত নেশা করে ভোরে বাড়িতে ফিরে। বাড়ি ফেরার পর তার পিতা মাতা তাকে শাসন করে বাড়ি থেকে বাহির করে দেয়। এতে করে সে চুরির অপবাদ ও বিচারের ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করে। জয়দেবপুর থানার পুলিশ এসে গাছ থেকে লাশ নামিয়ে শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতােল এনে তাকে পোস্টমর্টেম করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা হয়েছে।