শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় ফজলুল হক একাডেমির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া উৎসব

শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁওস্থ ‘ফজলুল হক একাডেমি’র উদ্যোগে ৭ ফেব্রুয়ারী শনিবার ৫ম শ্রেণীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা, বার্ষিক ক্রীড়া উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও তরগাঁও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী, একাডেমির পরিচালক মোহতাছিম বিল্লাহ গুলজার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা পারভীন, জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্থানীয় ইউপি মেম্বার এহসান উদ্দিন খান প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ মনিনুর হক মনির।