সারাদেশে হরতাল অবরোধের নামে চলছে জ্বালাও পোড়াও
মো: মাসুদ রানা : গতকাল রবিবার বিকাল ৩টায় গাজীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সারাদেশে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যেগে মানববন্দন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়াঅমীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড আব্দুল হাদী শামীম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম,এড.আমজাদ হোসেন বাবুল,মো: আব্দুর রাজ্জাক ,মনোজ গোস্যামী প্রমুখ । সমাবেশে নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম বলেন সারাদেশে খেটে খাওয়া মানুষের উপর হামলা না করার জন্য বিশ দলীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ ভাবে আহব্বান জানান ।