ব্যুরো চিফ, টঙ্গী : টঙ্গীতে বিএনপি জামায়াত ডাকা হরতাল অবরোধ নাশকতা, জ্বালাও পোড়াও ও নৈরাজ্যকর কার্যকলাপ প্রতিরোধ করার লক্ষ্যে টঙ্গী থানা আওয়ামীলীগের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে প্রতিরোধ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রজব আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন, মজিবুর রহমান মোড়ল, শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম, আলহাজ্ব সাত্তার মোল্লা, শাহীন আহমেদ মিশু, বিল্লাল হোসেন মোল্লা, কাইয়ুম সরকার, সিরাজুল হক প্রমুখ।