ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়–য়া জনৈক ছাত্রী ধর্ষণের ঘটনার সাথে জড়িত বখাটে সুজন দাসকে ধরিয়ে দিতে তার পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। সন্মানিয়া মধ্যপাড়ার খোকা মিয়ার কন্যা ধর্ষণের ঘটনায় ১ ফেব্রুয়ারী তার মা রাজিয়া বেগম বাদী হয়ে সুজন দাসের বিরুদ্ধে কাপাসিয়া থানায় (নং-০১) মামলা দায়ের করেছে। সুজন দাস একই গ্রামের সন্তুষ দাসের পুত্র। গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ি সংলগ্ন টয়লেটে গেলে সুজন দাস তার ২/৩ জন সহযোগি নিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বহু খোঁজাখোজি করে ওই রাতেই তাকে পার্শ্ববর্তী কলাবাগান থেকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এলাকাবাসি ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।