শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

টঙ্গীতে হরতাল অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ব্যুরো চিফ, টঙ্গী  : টঙ্গীতে বিএনপি জামায়াত জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতির নেতৃত্বে সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুন বাজার আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী ষ্টেশন রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ মতিউর রহমান মতির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, টঙ্গী থানা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, রজব আলী,মজিবুর রহমান মোড়ল, শাহীন আহম্মেদ মিশু, বিল্লাল হোসেন মোল্লা, মামুনুর রশিদ মোল্লা, কাইয়ুম সরকার, সিরাজুল হক, আবুল বাশার খোকন, মোঃ আজগর আলী, সাইদুল হক লিটন প্রধান, আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশে এ বছর ১৫লক্ষ এসএসসি পরীক্ষার্থী বিএনপির হরতাল অবরোধের কারণে আজ তাদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে কাটছে। এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা আজ আতঙ্কের মাঝে রয়েছে।