কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লি.) এর ৩০তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার উপজেলা পল্লী ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ইউসিসিএ লি. কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আরিফ হোসেন খাঁন রয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি ও উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহীন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ইউসিসিএ লি. এর সচিব লুৎফুন নাহার লতা। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মুনসুর রহমানের পরিচালনায় এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- শাহজাহান আকন্দ, ওসমান গনি, মোশারফ হোসেন শুক্কুর, জুয়েনা আহমেদ, আমিনা আক্তার প্রমূখ।