শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

টঙ্গীতে নাশকতা বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টঙ্গী : শনিবার টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে টঙ্গী-কালীগঞ্জ সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন করা হয়। বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক কর্মসূচির আড়ালে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টঙ্গী সরকারি হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. মো. মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ডা. রনজিত কুমার মল্লিক, মো. আল ফেসানী, মো. পারভেজ, মমতাজুর রহমান, মামুনুর রশিদ, মাসুদ রানা, এলিজা আক্তার, নার্স মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, নাসিমা খাতুন, তাওহিদুল ইসলাম হৃদয় প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট অযৌক্তিক হরতাল-অবরোধ দিয়ে দেশের নিরীহ মানুষকে পোড়াচ্ছে। তা মেনে নেয়া যায় না। তারা কোমলমতি পরীক্ষার্থীদের পরীক্ষায় বাধা সৃষ্টি করছে। যা কিনা একটি জাতির জন্য খুবই দুু:খের বিষয়।’