শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে ৪ গরু চোর আটক

কালিয়াকৈর থেকে ধৃত ৫ গরু চোর।
এম এ মান্নান, গাজীপুর সিটি পশ্চিম : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকা থেকে শুক্রবার রাতে গরুসহ ৪ চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
প্রকাশ- গরু ভর্তি পিকাপ যোগে ৪ চোর কালিয়াকৈর উপজেলার ফুল বাড়িয়া থেকে কালিয়াকৈর থানা সদরের দিকে আসার পথে লোকজন টের পেয়ে তাদের ধরার চেষ্টা করে ব্যর্থ হয় এবং পরে তারা চা-বাগান এলাকায় মোবাইলে খবর পাঠায়। খবর পেয়ে লোকজন রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়ি থামায় এবং গরুসহ হাতে নাথে ধরে চোরদের পুলিশে সোপর্দ করে। গরুসহ ধৃতরা হলো- আবু তাহের (৪০), মোক্তার (৩০), রোকন (২৭) ও আমিনুল (৩২)।