কালিয়াকৈর থেকে ধৃত ৫ গরু চোর। |
প্রকাশ- গরু ভর্তি পিকাপ যোগে ৪ চোর কালিয়াকৈর উপজেলার ফুল বাড়িয়া থেকে কালিয়াকৈর থানা সদরের দিকে আসার পথে লোকজন টের পেয়ে তাদের ধরার চেষ্টা করে ব্যর্থ হয় এবং পরে তারা চা-বাগান এলাকায় মোবাইলে খবর পাঠায়। খবর পেয়ে লোকজন রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়ি থামায় এবং গরুসহ হাতে নাথে ধরে চোরদের পুলিশে সোপর্দ করে। গরুসহ ধৃতরা হলো- আবু তাহের (৪০), মোক্তার (৩০), রোকন (২৭) ও আমিনুল (৩২)।