স্টাপ রিপোর্টার, টঙ্গী : গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ভরান মাজার বস্তিতে অভিযান চালিয়ে টঙ্গী মডেল থানা পুলিশ রাজধানী উত্তরার একটি মাদক মামলায় যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ শাহাবুদ্দি (৩৫) কে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রাজধানী ঢাকাস্থ উত্তরা থানার মাদক মামলা নং-৭(১১)২০১১ ইং এর যাবৎ জীবন সাজাপ্রাপ্ত টঙ্গীর সৈয়দ শাহ মাজার বস্তির বাসিন্দা শবেল আলী শেখ এর ছেলে মোঃ শাহাবুদ্দিন দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর ফেরারী অবস্থায় গত কয়েক দিন আগে এলাকায় এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানার এএসআই মোঃ ছিদ্দিকুর রহমানসহ একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে শাহাবুদ্দিন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং সাতরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাতরিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাজধানী ঢাকাস্থ উত্তরা থানার মাদক মামলা নং-৭(১১)২০১১ ইং এর যাবৎ জীবন সাজাপ্রাপ্ত টঙ্গীর সৈয়দ শাহ মাজার বস্তির বাসিন্দা শবেল আলী শেখ এর ছেলে মোঃ শাহাবুদ্দিন দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর ফেরারী অবস্থায় গত কয়েক দিন আগে এলাকায় এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানার এএসআই মোঃ ছিদ্দিকুর রহমানসহ একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে শাহাবুদ্দিন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং সাতরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাতরিয়ে তাকে গ্রেফতার করে।