শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

শ্রীপুরে কাপড়ের দোকান থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারের ভিআইপি টেইর্লাস নামক কাপড়ের দোকান থেকে গত রোববার সকাল ১০টায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানার পুলিশ। নিহতের নাম আব্দুল কাদের। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। নিহত আব্দুল কাদের শ্রীপুরের নয়নপুর একালাকার তিব্বত গ্রুপের রিদিশা নিটেক্র্য কারখানার শ্রমিক ছিলেন। শ্রীপুর মডেল থানার উপ পরির্দশক (এসআই) মজিবুর রহমান জানান, ভিআইপি টেইর্লাসের মালিক মইজ উদ্দিনের বাড়িতে ওই দোকানের কর্মচারী কামরুল ও নিহত আব্দুল কাদের ভাড়া থাকতেন। শনিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে মালিক যখন বাড়ি যান তখন দোকানের ভিতর কেউ ছিলেন না। রোববার সকালে দোকান কর্মচারী কামরুল দোকান খুলে মেঝেতে পোশাক শ্রমিক কাদেরের লাশ দেখতে পান।  এবং পুলিশকে খবর দেন।