আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন
ব্যুরো চীফ, কাপাসিয়া : পিতৃহীন দরিদ্র ও সহায়-সম্বলহীন অসহায় পরিবারের সন্তান ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মাহবুব আলম শিশির দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংকটাপন্ন। প্রায় দেড় বছর যাবত পরিবার ও আতœীয়-স্বজনের সহযোগিতায় ভারতে গিয়ে চিকিৎসা করছে। তার স্থায়ী চিকিৎসা ও সুস্থ্যতার জন্য আরো ৮ লাখ টাকা প্রয়োজন। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। গত ৭ বছর আগে তার পিতা মারা যাবার পর বহু কষ্টে মাতা ডলি আক্তার ৪ সন্তানের ভরণ-পোষন করছেন। পরিবারের পক্ষ থেকে শিশিরের মা সমাজের ভিত্তবানদের নিকট তার সন্তানের জীবন বাঁচাতে আর্থিক সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ কাজী মেহেদী হাসান, একাউন্ট নাম্বার ঃ ০৪৪১১২০১৩৮৯৯৫, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, কাপাসিয়া শাখা, গাজীপুর। মোবাইল (বিকাশ) ঃ ০১৭১৮১৫৪৫৬৬।
|
আলমগীর হোসাইন, শ্রীপুর,
গাজীপুর.
গাজীপুরের শ্রীপুর রঙ্গিলা বাজারে মালবাহি
ট্রাকে আগুন
দিয়েছে দূবৃত্তরা।
শনিবার বিকাল
৫.৩০
মিনিটের দিকে
পেট্রোল বোমা
মেরে দূবৃত্তরা
পালিয়ে যায় ।
এই ঘঠনায়
রিার্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে
আটক
করতে পারেনী।
|