স্টাফ রিপোর্টার : বিএনপি জোটের হরতাল, অবরোধ ও জ্বালও পোড়াও, অপরাজনীতির বিরুদ্ধে গাজীপুর মহানগর সেক্টর কমান্ডার’স ফোরামের উদ্যোগে গতকাল রবিবার সকালে গাজীপুর মহানগরের চান্দানা চৌরাস্তায় ঢাকা-টাঙ্গাইল সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর শাখা সেক্টর কমান্ডার’স ফোরামের সভাপতি আব্দুল হামিদ এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম গাজীপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব রমিজ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পদক আব্দুল বাতেন ভূইয়া, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি আবু নাসির খান তপন, আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনির হোসনে, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী পালোয়ান, বাসন ইউনিট শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, প্রচার সম্পাদক আবুল হাসেম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন দেশে হরতাল অবরোধের নামে যে সহিংশতা চলছে, আগুন ও পেট্রোল বোমা মেরে মানুষ মারার রাজনীতি করছে তাদের এই জ্বালাও পোড়াও বন্ধ করার আহ্বান জানান।