শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

এদেশের লোক বিদেশে যাবেনা বিদেশের লোক এদেশে এসে কাজ করবে

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : এদেশের লোক বিদেশে যাবেনা বিদেশের লোক এদেশে এসে কাজ করবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যুব সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যুবকদের প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিনত করতে পারলে দেশে বেকার সমস্যা দূরীভূত হবে এবং দেশ এগিয়ে যাবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। যুব সমাজের নেতৃত্বে বাংলা ভাষা পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের সুযোগ্য করে তুলতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে। এক শ্রেনীর যুব জমি বিক্রি করে বেশি টাকা দিয়ে বিদেশ গিয়ে কষ্টের কাজ করছে। তারা যদি জমি বিত্রি“ না করে এলাকায় মাছ চাষ করে, গাছ লাগায় এবং কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কাজ করে তাহলে তাদের পরিবার উপকৃত হবে এবং এলাকার উন্নয়ন হবে। আগে যেই বয়সে বাচ্চারা স্কুলে যেতো না আজ বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং সরকারের নেয়া ভালো উদ্যোগ তারা সহজে গ্রহণ করছে। আমরা যখনই উন্নতির দিকে এগিয়ে যাই তখন দেশের পরাশক্তিরা দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যায়। দেশ সামনে এগিয়ে যাচ্ছে এটা তাদের ভালো লাগছে না। যারা দেশকে ভালোবেসে রাজনীতি করেছে, তাদের জীবন দিতে হয়েছে। আজ যারা সাধারন ও নিরীহ তাদের জীবন দিতে হচ্ছে। এইসব যারা করছে তারা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের ছাড়ার জন্য তারা একটি নীল নকশা আঁকছে। আসুন আমরা একতাবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কন্যার ডিজিটাল বাংলাদেশ গড়ি গতকাল বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় কালীগঞ্জ  শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপ-পরিচালক গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তর এস এম ইমদাদুল হক প্রমুখ। পরে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি যুব প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন যুবক-যুবতীদের মধ্যে ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণ প্রদান করেন।  এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ।