শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুর জেলা রোভারের কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের ৮ম ত্রিবার্ষিক কাউন্সিল রোববার গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর গাজী মো. আকবর হোসেন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন। পরে ৩২ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা রোভারের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ ভাওয়ার বদরে আলম সরকারি কলেজ, অধ্যক্ষ টঙ্গী সরকারি কলেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  প্রফেসর এমএ বারী, কমিশনার প্রফেসর ড. মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সম্পাদক মো. নুরুল আমিন, যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা রোভার স্কাউট লীডার মো. আব্দুস ছালাম, গ্রুপ কমিটির সভাপতির প্রতিনিধি মো. সানাউল্লাহ ও অধ্যাপক  মুকুল কুমার মল্লিক, মো. খলিলুর রহমান প্রমুখ।