স্টাফ রিপোর্টার, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় যে কোন ধরনের নাশকতা ঠেকাতে মাওনা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিদের্শে মহা-সড়কে চলাচলকারী মোটর সাইকেল বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ। মোটর সাইকেল চালক ব্যতীত অন্য কোন আরোহী থাকতে পারবেনা বলে পুলিশ ঘোষণা দিয়েছে। চালক ব্যতীত কোন আরোহী মোটর সাইকেলে থাকলে নামিয়ে দেহ তল্লাশী করে সর্তক করে দেওয়া হচ্ছে বলে জানান মাওনা হাইওয়ে থানার ওসি মোঃ ছানোয়ার হোসেন। তবে কোন মোটর সাইকেল চালক কিংবা আরোহী যেন হয়রানীর শিকার না হন সে দিকেও বিশেষ নজর রয়েছে বলে জানান তিনি।