কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুত এলাকাস্থ টাঙ্গাইল সুপার মার্কেটে থাকা জুই কসমেটিকস্ এবং নাহার লাইব্রেরী নামক ২টি দোকান থেকে ৪লাখ টাকা ও ৬টি মোবাইল সেট চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইাহার লাইব্রেরীর মালিক সোহেল সরকার জানান, শনিবার ব্যাবসা শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার সকালে এসে দেখি মাকের্টের টিনের চাল কেটে চোরদল দোকানে প্রবেশ করে আমার ৬টি মোবাইল সেট ও বিকাশ এ্যাকউন্টে থাকা সাড়ে ৩লাখ টাকা এবং আমার পার্শ্ববর্তী জুই কসমেটিস্ থেকে নগদ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে।
ইাহার লাইব্রেরীর মালিক সোহেল সরকার জানান, শনিবার ব্যাবসা শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার সকালে এসে দেখি মাকের্টের টিনের চাল কেটে চোরদল দোকানে প্রবেশ করে আমার ৬টি মোবাইল সেট ও বিকাশ এ্যাকউন্টে থাকা সাড়ে ৩লাখ টাকা এবং আমার পার্শ্ববর্তী জুই কসমেটিস্ থেকে নগদ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে।