শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

দেশব্যাপী হরতাল ও অবরোধে নিহতদের স্মরণে টঙ্গীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টঙ্গী : দেশব্যাপী জামাত-শিবির ও জাতীয়তাবাদী দল বিএনপিসহ ২০ দলের ডাকা অনিদিষ্টকালের অবরোধ ও দেশ ও জেলা ভিত্তিক খন্ড খন্ড হরতালে পেট্রোল বোমাসহ বিভিন্ন ভাবে নিহত সাধারণ মানুষের স্বরণে বাংলাদেশ আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যেগে গতকাল শুক্রবার দুপুরে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে দুপুর ২ টায় গায়েবানা জানাযা অুষ্টিত হয়েছে।
দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ২ টায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা-সেবকলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যেগে দেশব্যাপী জামাত-শিবির ও জাতীয়তাবাদী দল বিএনপিসহ ২০ দলের ডাকা হরতাল অবরোধে নিহত সকলের উদ্দেশ্যে গায়েবানা নামাজের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টঙ্গী পৌর সভার সাবেক মেয়র এ্যাড. আজমত উল্লাহ খান, সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক, সাধারন সম্পাদক মোঃ রজব আলী, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক মতিউর রহমান মতিসহ অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।