শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে ২টি সিনেমা হলে ভ্রাম্যমান আদালতের অভিযান, গ্রেপ্তার-২

গাজীপুরে সিনেমা হল থেকে গেপ্তারকৃত ২জন ও জব্দকৃত মালামাল।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরে পৃথক ২টি অভিযান চালিয়ে দুটি সিনেমা হলকে জরিমানা ও ১ বছরের কারাদণ্ড অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: রেবেকা সুলতানা ওই রায় প্রদান  করেন। জানা যায়, গতকাল রোববার বিকেলে গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ঝুমুর সিনেমা হল ও বি আই ডিসি বাজার সংলগ্ন নন্দিতা সিনেমা হলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় ঝুমুর সিনেমা হলে অননুমোদিত অশ্লীল পোস্টার ও বেআইনি ছবি পদর্শনের দায়ে মোঃ হযরত আলীকে গ্রেপ্তার করে ১ বছরের কারাদণ্ড ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দিকে বিআইডিসি বাজার সংলগ্ন নন্দিতা সিনেমা হলে অভিযান চালিয়ে অশ্লীল পোস্টার ও নগ্ন ছবি পদর্শন কালে খন্দকার আল হাসিব (২৭) কে গ্রেপ্তার করা হয়।