স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ছয়দানা দেউলিয়াবাড়ি এলাকায় বৃহ¯পতিবার ভোরে অগ্নিকাণ্ডে পাঁচটি মনোহরি দোকান পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, ভোর ৫টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে পাঁচটি মনোহরি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।