কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদন
স্টাফ রিপোর্টার : কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য সারা দেশের ৬৪ জেলার মধ্যে সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন গাজীপুরের কৃতি সন্তান প্রবীন সাংবাদিক গাজীপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক শেখ তমিজ উদ্দিন খোকার বড় পুত্র শেখ সফিউদ্দিন জিন্নাহ্। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটরিয়ামে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করেন নতুনধারা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এ সময় সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি জোট তখন পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে আন্দোলন করছে। তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে। নতুনধারা বাংলাদেশের সভাপতি শিকদার রুস্তম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানে ঢাকাসহ ৬৪ জেলা থেকে আগত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন রেডিওর ১০০ জন সংবাদকর্মীর কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়।