স্টাফ রিপোর্টার : গাজীপুরে মাদক ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর মোগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোগরখাল সচেতন নাগরিক কমিটির সভাপতি উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। মোগরখাল সচেতন কমিটির সাধারণ সম্পাদক আব্বাস আলী মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ পিপিএম, বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া। জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, গাজী হাসান উদ্দিন, সিরাজুর ইসলাম, মুফতি লেহাজ উদ্দিন, আব্দুল হামিদ মুন্সি, সামসুল ইসলাম, সাংবাদিকে হুসেইন ইমাম, বেলায়েত হোসেন, ইন্তাজ উদ্দিন প্রমুখ।