স্টাফ রিপোর্টার : গাজীপুরের কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় শনিবার গভীর রাতে আগুন লেগে চারটি দোকান এবং একটি ঝুটের গুদাম পুড়ে গেছে। এঘটনায় কেহ হতাহত হয়নি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহিন আলম জানান, শনিবার রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামটির একটি কক্ষ থেকে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গুদামের পাঁচটি ঘরসহ বিভিন্ন মালামালের চারটি দোকান পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ওই বাজারের ব্যবসায়ীরা দাবী করেন, আগুনে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহিন আলম জানান, শনিবার রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামটির একটি কক্ষ থেকে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গুদামের পাঁচটি ঘরসহ বিভিন্ন মালামালের চারটি দোকান পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ওই বাজারের ব্যবসায়ীরা দাবী করেন, আগুনে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।