এম.এ মান্নান : দেশে চলমান রাজনৈতিক আন্দলোনের নামে পেট্রল বোমা মারাসহ সহিংসতা এবং জালাও-পোড়াও করে গণহত্যার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের কোনাবাড়ীতে গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ ও সর্বস্তরের সচেতন নাগরিকরা মানববন্ধন করেন। কাউন্সিলর মোঃ সেলিম রহমান (৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মটর শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা) এর সভাপতিত্বে ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আক্কাছ আলী, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, মটর চালকলীগের সভাপতি মোঃ রমজান আলী সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, মোঃ করিম সিকদার সাধারণ সম্পাদক আল-আমীন ও অন্যান্য নেতৃবৃন্দ।