স্টাফ রিপোর্টার, কাপাসিয়া : যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, গাড়িতে আগুন দেয়া, দাঙ্গা-হাঙ্গামা, ভাংচুর ও নাশকতা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের ধরিয়ে দিতে গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ ২১ জানুয়ারী বুধবার দুপুরে শহরে মাইকিং করেছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বরাদ দিয়ে সন্ত্রাসী ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহযোগিতা ও বিশেষ পুরস্কার ঘোষনা করেছেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) সফিউর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিদান্ত অনুযায়ী দেশব্যাপী সন্ত্রাসী ধরতে পুরস্কার ঘোষনা করা হয়েছে।