স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ভোগরা পুলিশ ফাঁড়ির কনেস্টবল মো. সাব্বির হোসেনকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডিউটি থেকে ফেরার পথে ফাঁড়ির পাশেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত জেষ্ঠ সেবক মো. হাবিবুর রহমান জানান, সাব্বির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। শরীরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফোউজিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত জেষ্ঠ সেবক মো. হাবিবুর রহমান জানান, সাব্বির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। শরীরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফোউজিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।