শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ভোগরা পুলিশ ফাঁড়ির  কনেস্টবল মো. সাব্বির হোসেনকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডিউটি থেকে ফেরার পথে ফাঁড়ির পাশেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। 
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত জেষ্ঠ সেবক মো. হাবিবুর রহমান জানান, সাব্বির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। শরীরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফোউজিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।