স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় ও জনসাধারণের সম্পদে অগ্নিসংযোগ, দেশের উন্নয়ন ও অর্থনীতি ধ্বংসকারী হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন ও পেশাজীবী সমাবেশ মঙ্গলবার গাজীপুর শহরের রাজবাড়ি রোডে অনুষ্ঠিত হয়। পেশাজীবী সমন্বয় পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউিটের মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক (প্রশাসন) ড. শাহজাহান কবীর, ডা: আমির হোসাইন রাহাত, ডা: আলী হায়দার, ড. ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, মুক্তিযোদ্ধা হাতেম আলী, অনিল মন্ডল, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার, অধ্যাপক মোহসীন মোহাম্মদ আলী, ড. মো. সিরাজুল ইসলাম, মাসুদ রানা এরশাদ প্রমুখ।