কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : অবরোধের ৯ম দিনে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান ও উপজেলার বিএপির সাধারন সম্পাদক মু.হেলাল উদ্দিনের নেতৃত্বে কালিয়াকৈর সাহেব বাজার হতে একটি বিশাল মিছিল বের করে। পরে মিছিলটি ঢাকা-টাংগাইল মহা সড়কের উঠতে গেলে পুলিশ বাধাঁদেয়। এসময় নেতাকর্মীরা অবরোধের পক্ষে শ্লোগান দিতে থাকে। পরে মিছিলটি বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় সাহেব বাজার গিয়ে শেষ হয়।