শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় আওয়ামীলীগের দুই গ্রুপে উত্তেজনা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন 

স্টাফ রিপোর্টার, কাপাসিয়া : গাজীপুর কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে কাপাসিয়া পুরাতন ধান বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের আরেক গ্রুপ পৃথক স্থানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। এসময় শহরে উত্তেজনা দেখা দেয়।
কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড.ফজলুল কাদের, ইউপি চেয়ারম্যান আঃ হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান এড.রেজাউর রহমান লস্কর মিঠু,উপজেলা কৃষকলীগ সভাপতি আইনউদ্দিন, ওয়াজউদ্দিন মোল্লা,আহসান উল্লাহ আকন্দ,কাপাসিয়া সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি আঃ হালিম খোকন, সাধারণ সম্পাদক রুহুল আমীন,দুর্গাপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি বিনোদ চন্দ্র সরকার, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দীন সেলিম,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ। অপর দিকে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ  আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে কাপাসিয়া শহরে আসতে থাকলে বানার হাওলা কদমতলা(মাস্টার কলোনী) সন্নিকটে পাবুর রাস্তায় ব্যাপক সংক্ষক পুলিশ মিছিলে বাধা দেয় তখন সেখানেই পৃথকভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে। ছাত্রলীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম দরজির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক মাস্টার, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ,প্রচার সম্পাদক ইয়ামিন খান সমর,সদস্য আনোয়ার হোসেন প্রধান,জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন শাওন,জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রধান, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল প্রমুখ। এদিকে কাপাসিয়া শহরে দুটি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।