শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

গাজীপুরের রাজবাড়ি রোডে সচেতন নাগরিক সমাজের
ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীর একাংশ।
সারোয়ার আলম
দেশে চলমান রাজনৈতিক আন্দোলনের নামে পেট্রোল বোমা মারাসহ সহিংসতা ও জ্বালাও-পোড়াও করে গণহত্যার বিরুদ্ধে গতকাল সোমবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ি রোডে (পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন) সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এড. আব্দুল হাদী শামিমের সভাপতিত্বে ওই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- গাজীপুর বারের সাবেক সভাপাতি এড. আমজাদ হোসেন বাবুল, স্বাধীনতা চিকিৎসক ফোরামের আহবায়ক ডা. আমীর হোসেন রাহাত, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ড. মোঃ শাহজাহান কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাজীপুরের সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সরকার, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আঃ মজিদ, যুব মহিলা লীগের গাজীপুর জেলা সভাপতি এড. রীনা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আওয়ামী শিল্পগোষ্ঠির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি এড. আনোয়ার সাদাত আলী প্রমুখ।