স্টাফ রিপোটার : গাজীপুর মহানগরের পুবাইল ফাঁড়িতে চলছে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়-গতকাল বুধবার ভোর পাঁচ টায় পুবাইলের রিদোয়ান ফিলিং ষ্টেশনে জালানী তৈল নিয়ে মেসাস শিবলী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের একটি কার্গো ট্রাক তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য রওনা হলে, পথি মধ্যে পূবাইল ফাঁড়ি ইনচাজঁ এস.আই মো: একরাম হোসেন ট্রাকটি আটক করে দুই ঘন্টার আল্টিমেটাম দিয়ে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে ট্রাক চালক মো: মনির অস্বীকার করলে, ট্রাকসহ চালকে গ্রেফতার করে নিয়ে আসে পূবাইল ফাঁড়িতে। শুরু হয় চালকের উপর অমানবিক নির্যাতন । খবর পেয়ে মেসাস শিবলী এন্টারপ্রাইজের কর্নধার মো:নূরুন নবী উপস্থিত হন এবং অবশেষে বিশ হাজার টাকা উৎকোচের (ঘুষ) বিনিময়ে চালক ও ট্রাক ছাড়িয়ে নেন তিনি। তবে এ ধরনের ঘটনা নতুন কিছু নয় বলে জানান পূবাইল ফাঁড়িতে কর্মরত এ.এস.আই শাহিনুর ইসলাম। এ ব্যপারে ফাঁড়ি ইনচার্জ একরাম হোসেনের নিকট জানতে চাইলে-তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এ খবর প্রকাশিত হলে পরবতিতে দেখে নেবেন বলে সাফ জানিয়ে দেন।
শিরোনাম
Home » Unlabelled » গাজীপুরের পূবাইল ফাঁড়িতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি কার্গো ট্রাক আটক করে টাকা আদায়ের অভিযোগ