স্টাফ রিপোর্টার, টঙ্গী : মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। এদেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে। ইসলামের দোহাই দিয়ে যারা জঙ্গি তৎপড়তা অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ ইসলামের ওপর দূর্বল। তাই ইসলামের নাম ব্যবহার করে সূ-কোৗশলে দেশের মানুষকে বোকা বানিয়ে বেগম খালেদা জিয়া দেশে অরাজগতা সৃষ্টি করে আসছে। গত শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় এলাকায় হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহ শাহেব বাবা হায়দারী কেবলা কাবার তিনদিন ব্যাপি মহান বাৎসরিক ওরশ শরীফ উপলক্ষে দরবার শরীফের পরিচালক ও বাংলাদেশ তরিকত ফেডারেশন এর সিনিয়র যুগ্ন মহাসচিব ডা:সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশন এর মহাসচিব লায়ন এমএ আউয়াল এমপি। তরিকত ফেডারেশন এর প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাইল হক চাঁদপুরী। সৈয়দ মোতাওয়াক্কিল বিল্লাহ,রোজী হায়দার প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গদীনশীল মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ্ সাহেব।