কালিয়াকৈর প্রতিনিধি : ২৪ শে জানুয়ারী ২০১৫, আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ছিদ্দিকনগর মানিকগঞ্জ দরবার শরীফের ৩দিন ব্যাপী তালিমে যিক্ও ও বিশ্ব ইজতিমা।
দরবারের অনুশারী সাবেক উইং কমান্ডার বেলাল উদ্দিন জানান, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তা’লিমে যিক্র, ছিদ্দিকনগর, মানিকগঞ্জে তিনদিনব্যাপি বিশ্ব ইজ্তেমার বয়ান শেষে ২৪ জানুয়ারী শনিবার সকালে আখেরী মোনাজাত মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটে। উক্ত বিশ্ব ইজতেমায় দেশ বিদেশের আলেম ওলামাগণের দীর্ঘ বয়ান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, পীরে কামিল ও মুকাম্মিল, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ড. মুহাম্মদ মন্যুরুল ইসলাম ছিদ্দিকী,শায়েখ,তা’লিমে যিক্র, ছিদ্দিকনগর, মানিকগঞ্জ।
দরবারের অনুশারী সাবেক উইং কমান্ডার বেলাল উদ্দিন জানান, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তা’লিমে যিক্র, ছিদ্দিকনগর, মানিকগঞ্জে তিনদিনব্যাপি বিশ্ব ইজ্তেমার বয়ান শেষে ২৪ জানুয়ারী শনিবার সকালে আখেরী মোনাজাত মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটে। উক্ত বিশ্ব ইজতেমায় দেশ বিদেশের আলেম ওলামাগণের দীর্ঘ বয়ান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, পীরে কামিল ও মুকাম্মিল, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ড. মুহাম্মদ মন্যুরুল ইসলাম ছিদ্দিকী,শায়েখ,তা’লিমে যিক্র, ছিদ্দিকনগর, মানিকগঞ্জ।