শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে স্পিনিং মিলের আগুন নিভেছে ঃ ব ্যাপক ক্ষয় ক্ষতি

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সুতা তৈরির একটি কারখানায় শনিবার সকাল সাতটার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে গাজীপুর, টঙ্গী, সাভার ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সাত ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আখতারুজ্জামান জানান, শনিবার সকাল ৭টার দিকে কোনাবাড়ীর তমিজ উদ্দিন গ্র“পের প্রতিষ্ঠান কাদের সিনথেটিক অ্যান্ড ক¤েপাজিট ¯িপনিং মিল নামের ওই কারখানার নিচতলায় সুতার গুদামে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে তা দুইতলা ভবনের পুরোটায় ছড়িয়ে পড়ে। বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার সিকিউরিটি সুপাইভাইজার স্বপন বিশ্বাস জানান, সকালে কারখানায় লোকজন আসতে শুরু করলে এসি রুমের সুইচ নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। নিচতলার ওই কক্ষে আগুন ধরলে ভিতরের লোকজন দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কারখানার ভিতরে কারো আটকা পড়ার কোন তথ্য পাননি তিনি।