স্টাফ রিপোর্টার : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -১৫ উপলক্ষে - গাজীপুরে-জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে দুইদিন ব্যাপী শিক্ষা উপকরণ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয় । সোমবার বিকালে এ অনুষ্ঠানের উদ্বোদন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো:আলমগীর হোসেন । মঙ্গলবার দুপুরে শিক্ষা উপকরন মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেন । শিক্ষা উপকরণ মেলা ও পিঠা উৎসবের তত্বাবধানে ছিলেন পূবাইল স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ও শিক্ষিকা মাহবুবা আক্তার ।অনুষ্ঠান শিক্ষক -শিক্ষিকা মা ও শিশু শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।বিকালে জয়দেবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বদরুন্নেছার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এতে বক্তব্য রাখেন -জেলা প্রা:শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসেন ,মো: কামরুল হাসান,আবুল কালাম আজাদ প্রমুখ।