মোঃ বায়েজীদ হোসেন : গত ২৭ জানুয়ারী ভোর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় একটি টিনসেড ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরটি পুরোপুরি পুরে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থালে যেয়ে দেখা যায, গত সোমবার দিবাগত রাত মঙ্গলবার ভোর ৪টার সময় জৈনক হারুন এর টিনসেড খালি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, মুন্সিপাড়া এলাকায় একটি পুকুর রয়েছে। যার নাম মিনা রানী যুবিলী ঘাট। এই পুকুরের অর্ধেক জায়গা এরিমধ্যে চারপাশের লোকজন দখল করে ঘর নির্মান করে ফেলেছে। বাকিটুকু দখল করতে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে। এই পুকুরটি দখল মুক্ত করে পূর্বের ন্যায় এটাকে ফিরিয়ে দিতে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে জরুরী উদ্যোগ নেয়ার দাবী করেন। এই পুকুরের চার পাশে গাজীপুর শহরের জয়দেবপুর বাজার যে কারনে এই পুকুরটির গুরুত্ব অপরিশীম। কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এর গুরুত্ব বুঝা যায়। এলাকাবাসী জানান ফায়ার সার্ভিজ যদি, তাৎক্ষনিক এই পুকুরের পানি না পেতো তাহলে মুন্সিপাড়া এলাকাকে এ অগ্নিকান্ডের হাত থেকে বাচাঁতে পারতনা। তাই জযদেবপুর বাজার সহ বৃহত্তব এলাকার প্রয়োজনে এই পুকুরটিকে উদ্ধারে সরকার এগিয়ে আসবে। এটি শুধু এলাকাবাসীর চাওয়া নয় সরকারের ও গুরু দায়িত্ব।