কালের কণ্ঠের সম্পাদককে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার, টঙ্গী : দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল টঙ্গী থানা প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মো. মাহবুবুল আলম, মোহাম্মদ আলম, মো. আফজাল হোসাইন, মো. রফিকুল ইসলাম, মৃণাল চৌধুরী সৈকত, হাজী এস এম মনির উদ্দিন, অলিদুর রহমান অলি, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, অমল চন্দ্র ঘোষ, এম এস আলম, এস এম মনসুর মাসুদ, এমএসআই জুয়েল পাঠান, মো. জাকির হোসেন, মো. লিটন মিয়া, মো. আনোয়ার হোসেন প্রমুখ।বক্তারা বলেন, ‘ইমদাদুল হক মিলনকে হত্যার হুমকিদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’