শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির ৩ নং এলাকা পরিচালক পদে নির্বাচন কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলে ২৭ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিন জন প্রার্থীর প্রতিধন্ধিতায় বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আল আমীন ভূইয়া।
গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির কাপাসিয়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার নূরুল হুদা জানান, নির্বাচনে অ্যাডভোকেট আল আমীন মাছ মার্কা প্রতিকে ৭১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিধন্ধী তমিজ উদ্দিন আহমদ খোকা চেয়ার প্রতিকে ৩৬১ ভোট পেয়েছেন।
নির্বাচনে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, পূর্ত ও অন্যান্য রক্ষনাবেক্ষণ বিভাগ (বাপবিবো), রিটানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান মুহম্মদ আইনুদ্দিন, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯িœগ্ধা তালুকদার, সহকারি প্রকশৌলী মো: নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো: খাদেমুল ইসলাম, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির এ জি এম এম এস শ্যামল চন্দ্র ঘোষ । নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব প্রতিকে মোসলেহ উদ্দিন, চেয়ার প্রতিকে শেখ তমিজ উদ্দিন আহমদ খোকা, মাছ প্রতিকে অ্যাড. আল আমীন প্রতিধন্ধিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১১০৮৬ জন।
গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির কাপাসিয়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার নূরুল হুদা জানান, নির্বাচনে অ্যাডভোকেট আল আমীন মাছ মার্কা প্রতিকে ৭১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিধন্ধী তমিজ উদ্দিন আহমদ খোকা চেয়ার প্রতিকে ৩৬১ ভোট পেয়েছেন।
নির্বাচনে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, পূর্ত ও অন্যান্য রক্ষনাবেক্ষণ বিভাগ (বাপবিবো), রিটানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান মুহম্মদ আইনুদ্দিন, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯িœগ্ধা তালুকদার, সহকারি প্রকশৌলী মো: নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো: খাদেমুল ইসলাম, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির এ জি এম এম এস শ্যামল চন্দ্র ঘোষ । নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব প্রতিকে মোসলেহ উদ্দিন, চেয়ার প্রতিকে শেখ তমিজ উদ্দিন আহমদ খোকা, মাছ প্রতিকে অ্যাড. আল আমীন প্রতিধন্ধিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১১০৮৬ জন।