স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলা প্রশাসনের অর্থায়নে গাজীপুর সদর উপজেলার অর্ন্তগত কেশরিতায় ১৯ জানুয়ারী সোমবার হতদরিদ্র জেলেদের মধ্যে শীত বন্ত্র বিতরণ করা হয়েছে। জেলা মৎস কর্মকর্তা ড. মোঃ আঃ মজিদ ওই শীতবস্ত্র বিতরণ করেন। ইতিপূর্বেও কেশরিতায় বেলাই বিল খালে অভয়শ্রাম প্রকল্পে স্থানীয় জেলেদেরকে মৎস ধরা থেকে বিরত রাখার জন্য শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউ,পি মেন্বার মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, মোঃ আঃ বাতেন, সুবল দাস, মরন চন্দ্র দাস, সৈলেশ চন্দ্র দাস কিরন প্রমুখ।