শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

নৈরাজ্যের হাত থেকে দেশে শান্তি আনতে মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ফিরিয়ে দিতে হবে

স্টাফ রিপোর্টার : গাজীপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক মো. আয়েশ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক, ডেপুটি কমান্ডার মহর আলী, বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ডা: আমির হোসাইন রাহাত, মুক্তিযোদ্ধা হাতেম আলী, ইমানউদ্দিন, আব্দুল বাতেন, অ্যাডভোকেট সঞ্জিত কুমার , বদরুত আলম মনির, খায়রুল হুদা ফরহাদ, মো. আরিফ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে ৭১’র ঘাতক দালাল জামায়াতিরা যেভাবে দেশে মানুষ মেরে নৈরাজ্য সৃষ্টি করছে তার বিরুদ্ধে ৭১ এর মতো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ফেরত দেয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, ’৭১ এ মুক্তিযোদ্ধারা যেভাবে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করেছে, সেভাবেই তারা অস্ত্র হাতে বিএনপি-জামায়াতের সৃষ্ট নৈরাজ্যের হাত থেকে দেশে শান্তি ফিরিয়ে আনবে।