শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে জাতীয় পাটির শান্তির মিছিল

স্টাফ রিপোর্টার : গতকাল রোববার বিকেলে গাজীপুর শহরে জাতীয় যুব সংহতি, গাজীপুর মহানগর শাখা শান্তির মিছিলসহ সমাবেশ করেছে।
শান্তির মিছিলটি জাতীয় মহানগর যুব সংহতি অফিস হতে শুরু হয়ে, জেলা শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে পুনরায় মহানগর অফিসে এসে সমাপ্ত হয়। পরে সমাবেশে বক্তারা বলেন- বিএনপি  নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা অবরোধে সাড়া দেশের সাধারন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ জান-মালের নিরাপত্তা হীনতার জন্য স্বাভাবিক ভাবে চলা ফিরা করতে পারছেনা। বিএনপি নেত্রীর প্রতি  আমাদের আহবান  হিংসা বিদ্বেষ ভুলে অবরোধ প্রত্যাহার করে মানুষের মঙ্গলে কাজ করুন। সাধারন খেটে খাওয়া রিকশা চালক, টেক্সি চালক পেট্রোল বোমায় মারা যাচ্ছে। অনেক মায়ের বুক খালি করেছেন। কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সহ সভাপতি মোঃ শাজাহান মোল্লার সভাপতিত্বে শান্তি মিছিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতীয় পাটির নেতা মোঃ সিদ্দিকুর রহমান, যুব সংহতি নেতা আশরাফুল ইসলাম (আলম), মোঃ জাকির হোসেন, আঃ আজিজ মিয়, হাসান সারোয়ার সুজন, পভন চন্দ্র,মোঃ আমান  উল্লাহ,মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইয়াজদ্দিন প্রমুখ।