স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপে সংঘর্ষে এক জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়ার গেছে । গতকাল বুধবার বিকেলে উপজেলার দুর্বাটি গ্রামে জমি মাপা মাপির পর মৃত মিজানুর রহমান’র ছেলে মাজহারুলের সাথে একই গ্রামের শাজাহানের ছেলে আক্তার হোসেন (সামীম)’র কথা কাটাকাটির এক পর্যায়ে আক্তার হোসেন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মাজহারুলকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে । তাতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পরার সংবাদ পাওয়া গেছে । পরে বাড়ীর লোকজন দৌড়ে এসে রক্তাক্ত মাখা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।